দোলপূর্ণিমার সকালে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের (Mahakal temple) গর্ভগৃহে অগ্নিকাণ্ড। এই ঘটনায় পুরোহিত সহ কমপক্ষে ১৪ জন ঝলসে গিয়েছেন বলে খবর। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। দোল পূর্ণিমা উপলক্ষে ভোরে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে আজ বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। ভস্ম আরতি চলাকালীন অগ্নিকাণ্ডটি ঘটে। আরতি চলাকালীন ওপর থেকে আবির পড়ে। এর ফলেই আগুন লেগে যায়। সেই সময় গর্ভগৃহে ছিলেন ৫ পুরোহিত এবং বেশ কয়েকজন ভক্ত। তারা গুরুতর ভাবে আহত হন।
আরও পড়ুন-মাজদিয়ায় ভাগচাষির খেতের লক্ষাধিক টাকার গম পুড়ল
আরতি চলাকালীন আবিরের ফলেই এই অগ্নিকাণ্ড ঘটে। রাসায়নিক প্রতিক্রিয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। তাই অগ্নিকাণ্ডের পরেই আগুনে ঝলসে যান তারা। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই পুলিশ মন্দিরে যায়। সেখানে উপস্থিত ভক্তদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। আহতদের উদ্ধার করা হয় এবং জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন-এখনও চার আসনে প্রার্থী খুঁজতে হিমশিম গেরুয়া শিবির
মহাকাল মন্দিরের গর্ভগৃহের দেওয়াল ও ছাদে রুপোর পাত রয়েছে। আবিরের রং যাতে সেই রুপোর পাতে না লাগে, তার জন্য শিবলিঙ্গের ওপর প্লাস্টিকের ফ্লেক্স বসানো হয়। গর্ভগৃহে পুরোহিতদের আবির খেলার সময় আরতির থালায় জ্বলন্ত কর্পূরের ওপর আবির পড়ে। এর ফলে অগ্নিকাণ্ড শুরু হয়। শিবলিঙ্গের ওপরে থাকা ফ্লেক্সে সেই কর্পূর গিয়ে পড়লে আগুন আরও ছড়িয়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। হুড়োহুড়িতে কেউ যেন পদপিষ্ট হয়ে আহত না হয়, সেই ব্যবস্থা করা হয়।