প্রতিবেদন : ভোটে গোহারা হয়ে বাংলাকে ভাতে মারতে বিজেপি মিথ্যাচারের আশ্রয় নিয়েছিল। নানা ফন্দি এঁটে বাংলার হকের টাকা আটকে রাখাই ছিল বঙ্গ বিজেপি নেতাদের উদ্দেশ্য। কিন্তু তাদের বাড়া ভাতে ছাই দিল কেন্দ্রের মোদি সরকারই। কার্যত ভোঁতা হয়ে গেল বিজেপির অস্ত্র। কৃষি পরিকাঠামো উন্নয়ন খাতে বাংলাকে অতিরিক্ত বরাদ্দ দিতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার। মানতে বাধ্য হল বাংলায় মডেল সারাদেশে। কৃষি ক্ষেত্রে (agriculture) পরিকাঠামো উন্নয়নে শুধুমাত্র নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করাই নয়, তার হিসেব পাঠানোর ক্ষেত্রেও নজির গড়েছে বাংলা। যে কারণে রাজ্যকে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা খাতে অতিরিক্ত বরাদ্দ দিতে কার্যত বাধ্য হয়েছে কেন্দ্র।
আরও পড়ুন- মাদক-সহ অসম পুলিশের হাতে গ্রেফতার-জেল স্বপন মজুমদারের
কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন, কৃষিমন্ত্রকের শীর্ষকর্তারা সম্প্রতি এক বৈঠকে ঘোষণা করেছেন, এই কাজে বাংলাই মডেল। অন্যান্য রাজ্যকে তাঁরা বাংলার কাজের ধরন অনুকরণ করতে পরামর্শ দিয়েছেন। এই সার্টিফিকেট পাওয়ার পর আরও একবার স্পষ্ট হয়ে গেল, বিজেপি বাংলা বিরোধী। বাংলার বদনাম করতে মিথ্যা গল্প রচনা করেন বঙ্গের বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ যে ভিত্তিহীন, তা প্রমাণ করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকারই। প্রমাণ হয়ে গিয়েছে আজকে দেশের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ই রোল মডেল।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেটে আরকেভিওয়াই-সহ বেশ কিছু প্রকল্পে সার্বিকভাবে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়ায় কোপ পড়েছে বাংলার উপরেও। আগে এসব ক্ষেত্রে যে পরিমাণ অর্থ বরাদ্দ হত, সেই তুলনায় অনেক কম টাকা বরাদ্দ হয় এখন। এবার বাংলার প্রশংসনীয় পারফরম্যান্সের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে কার্যত বাধ্য হয়েছে কেন্দ্র। এই খাতে ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ১৩৫ কোটি টাকা বাংলাকে অতিরিক্ত বরাদ্দ করতে হয়েছে নয়াদিল্লিকে। এছাড়াও আতমা প্রকল্পে রাজ্যকে অতিরিক্ত ১০ কোটি টাকা দেওয়া হয়েছে। কৃষি পরিকাঠামো (agriculture) উন্নয়নের লক্ষ্যে নেওয়া এই প্রকল্পে বাংলা ছাড়া একমাত্র তামিলনাড়ু ইতিবাচক ছাপ ফেলতে পেরেছে। বিজেপি ডাবল ইঞ্জিন সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ।