লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগেই ছত্তিশগড়ের বিজাপুরে ফের সক্রিয় হয়ে উঠল মাওবাদীরা। তবে নিরাপত্তা বাহিনী তাদের নিহত করতে সক্ষম হয়েছে। সূত্রের খবর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয় মাওবাদীদের। আজ ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে এনকাউন্টার অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের সংঘর্ষে এখনও পর্যন্ত ৬ জন মাওবাদী নিহত হয়েছে । ইতিমধ্যেই তাদের দেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে একজন মাওবাদীদের মহিলা ক্যাডার রয়েছে। জঙ্গলে তল্লাশি অভিযান এখনও চলছে।
আরও পড়ুন-বাড়ি থেকে উদ্ধার স্বামী স্ত্রীর রক্তা.ক্ত দেহ, ঘটনাস্থলে সুজিত বসু
আজ, সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় চিকুরবাট্টি–পুসবাকা এলাকার কাছে গভীর জঙ্গলে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। ৬ জন মাওবাদী নিহত হয়েছে। ডিআরজি, সিআরপিএফের ২২৯ বাহিনী এবং কোবরা টিম মিলিতভাবে এই অভিযান চালিয়েছিল। লোকসভা নির্বাচনের আগে মাওবাদী–নকশাল এলাকায় এই অভিযানে বড় সাফল্য পাওয়া গিয়েছে। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি জানান, চিকুরবাট্টি এবং পুসবাকা জঙ্গলে তল্লাশি অভিযান চালানোর সময়ই গুলির লড়াই হয়। আমাদের কাছে খবর ছিল মাওবাদীরা আছে। তখন জেলা রিজার্ভ গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং কোবরা বাহিনীকে পাঠানো হয়। অপারেশনে নামতেই মাওবাদীর সঙ্গে গুলির লড়াই হয়। ৬ জন মাওবাদী খতম হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা ছিল। দেহগুলি উদ্ধার করা হয়েছে।’