ঢাকুরিয়ায় (Dhakuria) রেল লাইনের ধারে অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে গেল ১৫-২০ টি ঝুপড়ি। স্থানীয়রা জানায় খবর দেওয়ার প্রায় দেড় থেকে দু’ঘণ্টা পর দমকল ঘটনাস্থলে এসে পৌঁছয়। আজ, দুপুর ১২ টা নাগাদ যাদবপুর এবং ঢাকুরিয়া রেললাইনের মাঝের ঝুপড়িতে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে যায় এবং পুড়ে যায় একের পর এক ঝুপড়ি। ঘর থেকে বেরিয়ে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারা।
আরও পড়ুন-বিজাপুরের জঙ্গলে গুলির লড়াইয়ে নিহত ৬ মাওবাদী
জানা যায়, আগুন লাগার পর স্থানীয়রা বিকট শব্দ শুনতে পান। ঘর থেকে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৪-৫টি ইঞ্জিন এসে পৌঁছয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আরও ইঞ্জিন আসে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রেললাইন লাগোয়া ঝুপড়িতে আগুন লাগার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপ ও ডাউন লাইনে একের পর ট্রেন দাঁড়িয়ে পড়ে। ট্রেন যাত্রীদের নাজেহাল অবস্থা হয় এর ফলে। ট্রেন দাঁড়িয়ে থাকায় দমকল বাহিনীর আগুন নেভাতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। ঘটনাটিতে যদিও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঝুপড়িবাসীর সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই মর্মে জানিয়েছেন, ট্রেন লাইনে বহু মানুষ জড়ো হওয়ার কারণে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।