চলতি সপ্তাহে কাজের দিনে কলকাতার একটি নয়া রুটে প্রায় ৪৮ ঘন্টা পরিযেবা বন্ধ রাখা হবে। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত ঘোযণায় মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮ মার্চ, বৃহস্পতিবার এবং তারপরের দিন ২৯ মার্চ শুক্রবার হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) থেকে কবি সুভাষ বা নিউ গরিয়া স্টেশন পর্যন্ত মেট্রোরেল (New Garia-Rubi Metro) পরিষেবা বন্ধ রাখা হবে।
আরও পড়ুন- বাঙুর হাসপাতাল থেকে নিখোঁজ চিকিৎসাধীন জিএসআইয়ের প্রাক্তন কর্মী
কমিশনার অব রেলওয়ে সেফটি-র পরিবদর্শন উপলক্ষে ওই দু’দিন ওই লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোর প্রস্তাবিত লাইনের জন্য এই পরিদর্শন হবে। তাই অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো (New Garia-Rubi Metro) মিলবে না। দক্ষিণের নিউ গড়িয়া থেকে উত্তরে কলকাতা বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের একটা অংশের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ৩২ কিমি দীর্ঘ এই মেট্রো পথের মধ্যে কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত কাজ শেষ হয়েছে। বিমানবন্দর পর্যন্ত রুট চালু করার কাজ চলছে।