প্রতিবেদন : লোকসভা ভোটে টার্গেট পূরণে মানুষের মন পড়ার পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের আমতলায় সাতগাছিয়া ও বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের দলীয় নেতৃত্বকে নিয়ে অভ্যন্তরীণ বৈঠক করেন তিনি। এই বৈঠক থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে নির্দেশ দেন, বাড়ি বাড়ি যান, জনসংযোগ করুন। এলাকার মানুষ কী চাইছেন, তা শুনুন। নোট-ডাউন করুন। বোঝার চেষ্টা করুন মানুষের মনের কথা। মানুষের চাহিদাকে প্রাধান্য দিন। তাহলেই হবে লক্ষ্যপূরণ। এবার ডায়মন্ড হারবার থেকে চার লক্ষ ভোটে জয়ের টার্গেট নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মা-মাটি-মানুষের সরকার এবং ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে তিনি নিজে যে কাজ করেছেন তারপর জয়ের মার্জিন যে আকাশচুম্বী হবে তা বলাই বাহুল্য। সেই প্রত্যাশা নিয়েই দলীয় নেতা-কর্মীদের রণকৌশল স্থির করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তৈরি করে দিলেন প্রচারের রূপরেখাও।
বুধবার ডায়মন্ড হারবার ও ফলতা বিধানসভার তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার বৈঠক করলেন সাতগাছিয়া ও বিষ্ণুপুর নিয়ে। এরপর শুক্রবার তিনি মহেশতলা বজবজ ও মেটিয়াবুরুজ নিয়ে বৈঠক করবেন।
আরও পড়ুন- লোকসভা ভোটের দিনগুলিতে সরকারি কর্মীদের সবেতন ছুটি ঘোষণা রাজ্যের!
তিনি (Abhishek Banerjee) এদিনও স্পষ্ট করে দেন, যেখানে বুথ-স্তরে খামতি রয়েছে, সেখানে বেশি গুরুত্ব দিতে হবে, অবিলম্বে খামতিগুলি দূর করতে হবে। তাঁর নির্দেশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক জনকল্যাণমুখী প্রকল্পগুলি নিয়ে মানুষের দুয়ারে যান। এ-ছাড়া ডায়মন্ড হারবারে গত দশ বছরে তিনি নিজের উদ্যোগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করেছেন। তার সুফলও তিনি মানুষের কাছে তুলে ধরতে বলেন দলের নেতা-কর্মীদের। বিষ্ণুপুর ও সাতগাছিয়া নিয়ে রণকৌশল বৈঠকে তাঁর সংসদীয় এলাকায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচারের বার্তা দেন অভিষেক। সেইসঙ্গে আবাস ও ১০০ দিনের টাকায় বাংলার সঙ্গে কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরারও নির্দেশ দেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকার যে বঞ্চিত গরিব মানুষকে ১০০ দিনের টাকা দিচ্ছে এবং আবাসের টাকাও দেওয়ার চেষ্টা চালাচ্ছে, তা নিয়েও ঢালাও প্রচারের পরামর্শ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।