সংবাদদাতা, মুর্শিদাবাদ : জনগণের গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন করবে। অধিকার অর্জন স্লোগানকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার আইএনটিটিইউসির পক্ষ থেকে কর্মিসভা হল বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের এক প্রেক্ষাগৃহে। তাতে আইএনটিটিইউসির কর্মী-সমর্থক ও নেতা-নেত্রীরা অংশ নেন।
আরও পড়ুন-দিলীপকে পাল্টা তোপ দাগলেন কীর্তি
কর্মিসভায় প্রধান বক্তা উপস্থিত ছিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার ও বহরমপুর পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। সভামঞ্চ থেকে ইউসুফ বলেন, খেলা হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের বক্তব্য খণ্ডন করে প্রার্থী ইউসুফ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে প্রার্থী করে পাঠিয়েছেন, তাই প্রথমদিন থেকেই এখানকার মানুষ আমাকে অনেক স্নেহ-ভালবাসা দিচ্ছেন। লোকেদের ভালোবাসা পেয়ে আমার ইচ্ছা তাঁদের জন্য কিছু করার। যখন মানুষের সঙ্গে আমার মনের মিল হচ্ছে। তখন ভাষাটা কোনও বাধা নয়।