সংবাদদাতা, সিউড়ি : বীরভূমের একমাত্র বিজেপির বিধায়ক অনুপ সাহার এলাকায় লোকসভা নির্বাচনের আগেই দলে বিরাট ভাঙন। বৃহস্পতিবার বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের একাধিক কর্মিসম্মেলন ছিল খয়রাশোল ব্লকের পাঁচড়া অঞ্চলে। বীরভূমের ১১ বিধানসভার মধ্যে একমাত্র দুবরাজপুরেই বিজেপি জিতেছিল।
আরও পড়ুন-অসম, মেঘালয়ে প্রচারে জননেত্রী এবং অভিষেক
গত আড়াই বছরে অনুপ এলাকার জন্য কিছুই করেনি। সেই ক্ষোভে এবং মুখ্যমন্ত্রীর ৭০টি জনমুখী প্রকল্পের সুফল পেয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল খয়রাশোল ব্লকের পাঁচড়া অঞ্চলের কয়েকশো বিজেপি পরিবার। এখানে এমনিতেই বিজেপির ছন্নছাড়া অবস্থা। নির্বাচন ঘোষণা হওয়ার প্রায় দু সপ্তাহ গড়িয়ে গেলেও এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এই সব দেখেই বৃহস্পতিবার শতাব্দীর হাত ধরে তৃণমূলে যোগ দিল। শতাব্দী জানিয়েছেন, সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষকে নিয়ে কাজ করি, মানুষকে সঙ্গে নিয়ে চলি, সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তৃণমূলের যোগাযোগ। তাই বিজেপি কর্মীরা উপলব্ধি করেছে মানুষের সঙ্গে যারা সর্বক্ষণ থাকে এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে চললে তাদের নিজেদের এবং এলাকার উন্নয়নে ঘাটতি হবে না। তাতেই ওরা তৃণমূলে যোগদান করল।