বিজেপির ইস্তেহার কমিটিতে বাংলার কেউ নেই, সরব কুণাল ঘোষ

এই মুহূর্তে প্রশ্ন উঠছে অমিত শাহ যেখানে ২৫ টি আসন জেতার টার্গেট ঠিক করে দিয়েছেন সেই রাজ্য থেকে কাউকে কমিটিতে কেন রাখা হল না?

Must read

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha election)। প্রথম দফার লোকসভা নির্বাচনের ২০ দিন বাকি। এর মধ্যেই ইস্তেহার কমিটি তৈরি করল বিজেপি। রাজনাথ সিং-এর নেতৃত্বে ২৭ জনের এই কমিটিতে দেখা গেল বাংলার কেউ নেই। এই নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে এই নিয়ে তিনি লিখেছেন, ‘বিজেপির নির্বাচনী ইস্তাহার কমিটিতে বাংলার কেউ নেই? অপূর্ব। গত দশ বছরে মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রীও ছিল না। এই তো ওদের নিজেদের দলেই বাংলার প্রতি দৃষ্টিভঙ্গি! এবার জানে ভোটে শোচনীয় ফল হবে। তাই এখন থেকেই বাংলা নিয়ে ভাবনাচিন্তা বাদ রেখেছে।’

আরও পড়ুন-জন্মদিনে অনলাইনে কেকের অর্ডার, খেয়ে মৃ.ত্যু ১০ বছরের মেয়ের

রাজনাথ সিংহের নেতৃত্বাধীন এই কমিটিতে আহ্বায়ক নির্মলা সীতারামন। পীযূষ গোয়েলকে সহ-আহ্বায়ক পদে রাখা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীরা যেমন ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, ভূপেন্দ্র যাদবদের ইস্তাহার কমিটিতে রাখা হয়েছে। হিমন্তবিশ্ব শর্মা, মোহন যাদব, বিষ্ণু দেও সাই, ভূপেন্দ্র পটেলের মতো চারটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কমিটিতে রাখা হয়েছে তবে নাম নেই আদিত্যনাথের।স্বাভাবিকভাবেই এই মুহূর্তে প্রশ্ন উঠছে অমিত শাহ যেখানে ২৫ টি আসন জেতার টার্গেট ঠিক করে দিয়েছেন সেই রাজ্য থেকে কাউকে কমিটিতে কেন রাখা হল না?

 

Latest article