প্রতিবেদন : ইডির উদ্দেশ্যটা আসলে কী? তদন্তের গভীরে যাওয়া, নাকি অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দলের গোপন নির্বাচনী রণকৌশলটা জেনে নিয়ে তা বিজেপির কাছে পৌঁছে দেওয়া? আপ-সুপ্রিমোকে হেফাজতে রাখার সুযোগ নিয়ে তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা আইফোনটি ঘাঁটাঘাঁটি করার মূল উদ্দেশ্যটাই আসলে আপের গোপন নির্বাচনী পরিকল্পনাটা জেনে নেওয়ার ফন্দিফিকির। এটা বুঝতে পেরেই ইডিকে ফোনের পাসওয়ার্ড দিতে অস্বীকার করেছেন কেজরি।
আরও পড়ুন-দিনের কবিতা
আপ-নেতৃত্বের বক্তব্য অন্তত সেটাই। স্বাভাবিকভাবে অত্যন্ত ফ্যাসাদে পড়েছে ইডি। অগত্যা আপ-সুপ্রিমোর ফোন খুলতে প্রস্তুতকারক সংস্থা অ্যাপলের দ্বারস্থ হয়েছে তারা। আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার সময় তাঁর বাসভবন থেকে চারটি ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই চারটি ফোনের মধ্যেই রয়েছে কেজরিওয়ালের ব্যক্তিগত আইফোনও। সেই আইফোন ঘেঁটে দেখতে চান তদন্তকারী অফিসারেরা। কিন্তু ফোনটি পাসওয়ার্ড দিয়ে লক থাকায় মুশকিলে পড়েছেন তাঁরা। ইডি সূত্রে খবর, কেজরিওয়ালের ফোন খুলতে এবার মোবাইল প্রস্তুতকারক সংস্থা অ্যাপলের সাহায্য চাওয়া হয়েছে। মোবাইলের মধ্যে থাকা যাবতীয় তথ্য তদন্তের স্বার্থেই ঘেঁটে দেখতে চায় ইডি। সেই তথ্যই পুনরুদ্ধার করা প্রয়োজন বলে মনে করছেন ইডি অফিসারেরা। কিন্তু উনি আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না। ফোনের পাসওয়ার্ড চাইলে, তা দিতে অস্বীকার করছেন। আসল রহস্যটা কিন্তু ফাঁস করে দিয়েছে আপ মন্ত্রী অতিশী।