দীপাবলি শেষ হতেই শুরু হয়ে যায় ছটপুজোর প্রস্তুতি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শুরু হয় পুজোর প্রস্তুতি। কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক সপ্তমী পর্যন্ত চারদিন ধরে চলে ছটপুজো। সুখ-সমৃদ্ধির লাভের আশায় নারী-পুরুষ সকলেইএই পুজোর ব্রত পালন করেন।
আরও পড়ুন-সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
শাস্ত্র মতে ছটপুজো সূর্য পত্নী ছঠি মাইয়ার পুজো। ছট মাতাকে আরেক মতে উষা বলা হয়। এই পুজোয় কোনও মূর্তি স্থাপন করা হয় না।
এদিন এর এই শুভ মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।