প্রতিবেদন : লোকসভা নির্বাচনের মুখে বিরোধীদের সঙ্গে এঁটে উঠতে না পেরে নির্লজ্জভাবে ইডি, সিবিআই, আয়কর দফতর এবং এনআইএ-র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার করছে কেন্দ্র এবং বিজেপি। সোমবার নির্বাচন কমিশনে (ECI- TMC) রীতিমতো কড়া ভাষায় এই অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দলের বক্তব্য, গণতান্ত্রিক উপায়ে বিরোধীদের মোকাবিলা করতে পারবে না বুঝতে পেরেই এমন অভব্য এবং প্রতিহিংসামূলক আচরণ করছে গেরুয়া শক্তি। হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়াল এই প্রতিহিংসার রাজনীতিরই শিকার হয়েছেন। শুক্রবারই তৃণমূলের (ECI- TMC) পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে। সোমবার রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে তৃণমূলের ৪ সাংসদের একটি প্রতিনিধি দল নির্বাচন সদনে গিয়ে বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ জানায়। দাবি করে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা। প্রতিনিধিদলে ছিলেন রাজ্যসভার ৩ সাংসদ দোলা সেন, সাকেত গোখেল এবং সাগরিকা ঘোষ। কমিশনের কাছে প্রতিনিধিদলের দাবি, শুধু মুখে বললে হবে না কাজে প্রমাণ করতে হবে যে নির্বাচন কমিশন সত্যিই নিরপেক্ষ। প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর ফোনে কথোপকথন নিয়েও তীব্র আপত্তি জানান তৃণমূল সাংসদরা। জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নেত্রী সম্পর্কে বিজেপির দিলীপ ঘোষের কুরুচিকর, অসম্মানজনক মন্তব্যের জন্য কমিশন তাঁকে সেনসর করার যে সিদ্ধান্ত নিয়েছে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন দোলা সেন।