পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ: পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে লিখিত জবাব চাইলেন অভিষেক

Must read

লোকসভায় পেগাসাস এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে চাপে রাখতে চাইছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার পেট্রোলিয়াম মন্ত্রী রামেশ্বর তেলির কাছে লিখিত প্রশ্ন করেন অভিষেক। এই ইস্যুতে সরকারকে প্রশ্ন করেন এম সেলভারাজ, সুরেশ নারায়ণ ধানরকর, কে নাভাসকানি এবং নুসরত জাহান।

আরও পড়ুন-হ্যাকিংকাণ্ড নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাংলায় গঠন হল তদন্ত কমিশন

পেট্রোপণ্য এবং প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর জন্য এক্সাইজ ডিউটি কমানো এবং এগুলির ওপর ভ্যাট বসানোর ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ গ্রহণ করছে সে বিষয়ে জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে করোনা অতিমারী পরিস্থিতিতে গোটা দেশে যখন মূল্যবৃদ্ধি তখন এ বিষয়ে শুল্ক হ্রাস করার ব্যাপারে সরকার কী চিন্তাভাবনা করছে, পেট্রোল-ডিজেলের উপর সরকার কত শতাংশ শুল্ক আদায় করছে, এ বিষয়ে ভর্তুকির কোনও পরিকল্পনা আছে কি না, আন্তর্জাতিক ক্ষেত্রে যখন তেলের দাম কমছে তখন সরকার এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করছে-এইসব প্রশ্ন তুলে ধরেন অভিষেক।

আরও পড়ুন-দলের অন্দরে সংঘাতের জেরেই কি কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা বিএস ইয়েদুরাপ্পার?

একই সঙ্গে তিনি তথ্য দিয়ে দেখিয়ে দেন যে, বর্তমান পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দামের উপর কত শতাংশ শুল্ক বসিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী রামেশ্বর তেলি বলেন, এ বিষয়ে আলাদা করে ভ্যাট প্রয়োগ করা সম্ভব নয়। কারণ, এটা রাজ্যগুলির উপর আলাদা আলাদাভাবে নির্ধারিত হয়। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, পেগাসাস নিয়ে সংসদের বাজেট অধিবেশনে ঝড় তোলার পরিকল্পনা আগেই করেছিল তৃণমূল। সেই মতো প্রথম দিন থেকেই ওয়েলে নেমে বিক্ষোভ থেকে শুরু করে লিখিত প্রশ্ন দিয়ে মোদি সরকারকে চাপে রাখতে চাইছে রাজ্যের তৃণমূল কংগ্রেস।

 

Latest article