‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-যাঁরা ভোট দেননি, বাড়ি বাড়ি গিয়ে তাঁদেরও বোঝাতে হবে : অভিষেক
সবুজ
চাষি ভাই, সবুজ জেগেছে বনে বনে
গাছে গাছে, ডালে ডালে পাতায় পাতায় রে
আকাশে বাতাসে অরণ্যে।
চাষি ভাই, চলো যাই, সবুজের সন্ধানে
সোনালি আভায় রং লেগেছে, সবুজ সবুজ ধানে
ধানের খেতে চলো যাই নূতন ধানের টানে।
চোখ যেন জড়িয়ে যায় সবুজ ঘন ঘ্রাণে
মনে হয় গান গাই, বন থেকে অরণ্যে
সবুজ মন, সবুজ বন চলে সবুজের প্রাণে।
সৃষ্টিকে ধ্বংস করে প্রাণ সবুজকে মেরো না
সবুজের সবুজদ্বীপ জীবনে বাঁচার প্রেরণা
সভ্যতার সৃষ্টিকে উপড়ে ফেলে দিও না।