প্রতিবেদন : শিলংয়ের মাঠে শ্রীনিধি ডেকানের সঙ্গে ১-১ ড্র করে আই লিগের খেতাবি লড়াইয়ে মহামেডানকে আরও সুবিধা করে দিল নেরোকা এফসি। শ্রীনিধি দু’পয়েন্ট নষ্ট করায় প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার ছাড়পত্র পেতে মহামেডানের প্রয়োজন মাত্র এক পয়েন্ট। আন্দ্রে চের্নিশভের দলের বাকি আর দু’টি ম্যাচ। কাল শনিবার শিলংয়ের মাঠে ড্র নয়, লাজংকে হারিয়েই খেতাব জিততে চায় মহামেডান। কলকাতা থেকে বেশ কিছু মহামেডান সমর্থক শিলং যাচ্ছেন ইতিহাসের সাক্ষী থাকতে।
আরও পড়ুন-দিনের কবিতা
২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে সাদা-কালো ব্রিগেড। সমসংখ্যক ম্যাচে ৪৪ পয়েন্ট শ্রীনিধি ডেকানের। ডেকান তাদের বাকি দুই ম্যাচ জিতলে সর্বোচ্চ ৫০ পয়েন্টে পৌঁছতে পারবে। মহামেডান শেষ দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই ৫০-এ পৌঁছবে। মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবেন ডেভিড লাললানসাঙ্গারা।
বৃহস্পতিবার নেরোকা ১০ জনেও দুর্দান্ত লড়াই করে আই লিগের দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধির বিরুদ্ধে। বিরতির ঠিক আগে নেরোকার রোনাল্ড সিং লাল কার্ড দেখেন। তার মধ্যেই মাঠের আলো নিভে যাওয়ায় প্রায় আধঘণ্টা খেলা বন্ধ থাকে। ৭০ মিনিটে রোহিত মিতেই পেনাল্টি থেকে গোল করে নেরোকাকে এগিয়ে দেন। ৮২ মিনিটে পাল্টা পেনাল্টি থেকে গোলশোধ করে ডেকান। গোল করেন ডেভিড মুনোজ।
আরও পড়ুন-ময়দান
এদিন, লাজং ম্যাচ খেলতে শিলং পৌঁছে সোজা ডেকান-নেরোকার ম্যাচ দেখতে মাঠে চলে যান মহামেডান কোচ চের্নিশভ এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু বলেন, ‘‘নেরোকা খুব ভাল ফুটবল খেলেই ডেকানকে রুখে দিয়েছে। ওরা জিততেও পারত। আমাদের দুই ম্যাচে এক পয়েন্ট দরকার। কিন্তু আমরা লাজংকে হারিয়েই খেতাব জিততে চাই।’’