বৃহস্পতিবার রাতে হিমাচলের চাম্বা (Chamba) জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। হিমাচলের (Himachal Pradesh) পাশাপাশি জম্মু-কাশ্মীরেও ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। হিমাচল প্রদেশে বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। চাম্বা জেলা ছাড়াও মানালিতে এই ভূমিকম্প হয়েছে। চণ্ডীগঢ় সহ উত্তর ভারতের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। হিমাচলের ভূমিকম্পের কিছুক্ষণ আগে কাশ্মীর উপত্যকাতেও কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন-কাল ড্র করলেই লিগ চ্যাম্পিয়ন মহামেডান
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ৭ সেকেন্ডের জন্য এই ভূমিকম্প হয়। মানালিতে খুব শক্তিশালী কম্পন অনুভব করেছেন। মাত্র কয়েক সেকেন্ডের জন্য কম্পন হলেও তার তীব্রতা বেশ শক্তিশালী ছিল। তবে হতাহতের কোন খবর নেই।
আরও পড়ুন-আচার্যের বেআইনি প্রস্তাব, কড়া ভাষায় শিক্ষামন্ত্রীর তোপ
উল্লেখ্য, গত বুধবার, ৩ মার্চ, শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। এই ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় হাজার। দেশজুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাইওয়ানের ভূমিকম্পের জেরে জাপান ও ফিলিপিন্সে সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে প্রথমে চিনে এবং তার কিছুক্ষণ পরে জাপানে ভূমিকম্প হয়।