আবার অপরিবর্তিত রইল রেপো রেট। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)-র গভর্নর শক্তিকান্ত দাশ (Shaktikanta Das) এই বিষয়ে জানালেন, মনিটারি পলিসি কমিটির তরফে পর্যালোচনার পর রেপো রেট (Repo Rate) ৬.৫ শতাংশ রাখা হল। এবারের জন্যও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরপর সাতবার অপরিবর্তিত রাখা হল। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া যে সুদের হারে দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলা হয়। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য় ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে।
আরও পড়ুন-ভূমিকম্পে কাঁপল হিমাচলের চাম্বা থেকে চণ্ডীগঢ়
প্রতি ত্রৈমাসিকের শুরুতে মনিটারি পলিসি কমিটি বৈঠকে বসে এবং দেশের অর্থনীতির অবস্থা বুঝে রেপো রেট বাড়ানোর বা কমানোর সিদ্ধান্ত নেয়। ১ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল অবধি, দুইদিনের জন্য বৈঠকে বসেছিল মনিটারি পলিসি কমিটি। এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-দিনের কবিতা
জিডিপির বৃদ্ধি নিয়ে এদিন আরবিআই-র গভর্নর বলেন, “২০২৪-২৫ অর্থবর্ষের জন্য জিডিপির পূর্বাভাসে কোনও বদল করা হচ্ছে না। চলতি অর্থবর্ষে আনুমানিক জিডিপির বৃদ্ধি ৭ শতাংশই থাকবে বলে মনে করা হচ্ছে। মূল্যবৃদ্ধির হার সেই তুলনায় নিম্নমুখী। তবে এখনই আমাদের হাঁফ ছাড়া উচিত নয়, নির্দিষ্ট মূল্যবৃদ্ধির হারে পৌঁছনোর লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। ২০২৪-২৫ অর্থবর্ষে মূল্যবৃদ্ধির হার ৪.৫ শতাংশ হতে পারে। প্রথম ত্রৈমাসিকে মূল্যবৃদ্ধির হার ৪.৯ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৩.৮ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৪.৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪.৫ শতাংশ মূল্যবৃদ্ধির হার থাকতে পারে।”