২২ রাজ্যে লু-সতর্কতা রক্ষা পেতে অ্যাকশন প্ল্যান

বাড়ছে গরম। ঝরছে ঘাম। চৈত্রের চাঁদিফাটা রোদ মনে করাচ্ছে তাপপ্রবাহের দুঃসহ স্মৃতি

Must read

প্রতিবেদন : বাড়ছে গরম। ঝরছে ঘাম। চৈত্রের চাঁদিফাটা রোদ মনে করাচ্ছে তাপপ্রবাহের দুঃসহ স্মৃতি। এর মাঝেই মৌসম ভবন উত্তর ভারতের সবক’টি রাজ্যের পাশাপাশি দেশের মোট ২২টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করল। ২২টি রাজ্যেই লু বইতে পারে জানাল আবহাওয়া অফিস। এই সময় কী করণীয় এবং কী কী করা উচিত নয় তাও জানাল আইএমডি।

আরও পড়ুন-পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলছেন রাজ্যপাল : ব্রাত্য

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং মৌসম ভবন যৌথভাবে তৈরি করেছে এই তাপপ্রবাহের মাঝে মানুষ কীভাবে সুস্থ থাকবে। তৈরি করা হয়েছে ‘অ্যাকশন প্ল্যান’। গরমের মধ্যেই দেশে চলবে লোকসভা ভোট। সেই কারণে বলা হয়েছে,
সভা-সমিতিতে বদ্ধ পরিবেশ সৃষ্টি না হয়, ছোট পরিসরে যাতে বহু মানুষ একসঙ্গে ঢুকে না পড়েন, তার ব্যবস্থা করতে হবে। ঘন ঘন জল বা জলীয় পদার্থযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সুতির হালকা পোশাক পরতে হবে। বেশি পরিমাণে ওআরএস রাখতে হবে।

আরও পড়ুন-মালদহে অভিষেক, সব ভুলে সর্বাত্মক প্রচারে ঝাঁপান

যে সমস্ত মানুষের থাকার জায়গা নেই, তাঁদের গরম থেকে বাঁচাতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। গরমে পেটের সমস্যা বৃদ্ধি পায় বলে খাবারের দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানানো হয়েছে।

Latest article