প্রতিবেদন : হুগলিতে সব থেকে বেশি ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই জেলার নির্বাচন কমিটির বৈঠক শেষে বেরিয়ে বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় এখানকার সংসদ কে বলুন প্রাক্তন সাংসদ এর প্যাড ছাপিয়ে রাখতে। এদিন সিঙ্গুর আজবনগরে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল নেতৃত্বের সাথে বৈঠক করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন এই লোকসভায় সব থেকে বেশি ভোটে জেতার ডাক দেন বৈঠকে।এছাড়াও বৈঠকে হুগলি লোকসভা কেন্দ্রের যে কিছু সামান্য সমস্যা আছে তা নিয়ে নেতৃত্বকে করা বার্তা দেন বলে জানা গেছে।
আরও পড়ুন-আসুন, ঘৃণা ও বিভাজনের শক্তিকে আমরা প্রতিহত করি, বার্তা মহাত্মার নাতনি এলা গান্ধীর
হুগলি লোকসভা নেতৃত্বকে অভিষেক জানিয়ে দেন, কোনো রকম অজুহাত বরদাস্ত করা হবেনা। যত বেশি সম্ভব মানুষের কাজে পৌঁছাতে হবে তাদের বাড়ি বাড়ি যেতে হবে। বিজেপির প্রতিভা রাজনীতি ও বাংলার বঞ্চনার কথা তাদের কাছে আরো বেশি করে তুলে ধরতে হবে। কিভাবে ইডি- সিবিআই এনআইএ দিয়ে বাংলার মানুষকে অপদস্ত করা হচ্ছে । তৃণমূল সহ বিরোধী দলের নেতা মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে তা তুলে ধরতে হবে প্রচারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কথা বলতে হবে। সরকারি পরিষেবা প্রতিটি মানুষ পাচ্ছেন কিনা তা খোঁজ নিতে হবে। মানুষের সমস্যা হলে তাদের পাশে দাঁড়াতে হবে। সমস্যার সমাধান করতে হবে। বিজেপির বিরুদ্ধে লড়াইতে সকলকে একসঙ্গে লড়াই করে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। সিঙ্গুর তৃণমূলের কাছে বরাবর অন্য একটি জায়গা সেই বিধানসভা থেকে তৃণমূল এর ভোট লিড সব থেকে বেশি হবে বলেও মনে করছেন তৃণমূল নেতৃত্ব। ধনেখালি ও বলাগর বিধানসভার দিকেও বিশেষ ভাবে নজর দেওয়ার নির্দেশ দেন অভিষেক। হুগলি লোকসভার তৃণমূল নেতৃত্ব হাসি মুখে বলেন আমাদের সেনাপতি অভিষেক আমাদের লোকসভা ভোটে একসাথে জোট বেঁধে লড়াই করার নির্দেশ দিয়েছেন আমরা একসাথে লড়াই করে এই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করবো।