প্রতিবেদন : ৬২৮ ঘণ্টা পার, এখনও আবাস যোজনার শ্বেতপত্র প্রকাশ করতে পারল না বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জের পর কেটে গিয়েছে দীর্ঘ ৬২৮ ঘণ্টারও বেশি সময়। কিন্তু এখনও সেই শ্বেতপত্র প্রকাশের সৎ-সাহস দেখাতে পারলেন না দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। বরং উল্টে মিথ্যাচার করে আবাসের সুবিধাভোগীদের ভুল সংখ্যা রটিয়ে মিথ্যাচারের ফুলঝুরি ফোটাচ্ছে বিজেপি।
আরও পড়ুন-হুগলিতে সবথেকে বেশি ভোটে জিতবে তৃণমূল : অভিষেক
মঙ্গলবার বিজেপির সেই ‘আসল ভাঁওতা’ তুলে ধরে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন এক্স হ্যান্ডেলে বিজেপির প্রকাশিত ভাঁওতাবাজির খতিয়ান তুলে ধরে তিনি লেখেন, কী অদ্ভূত টাইমিং! এখন আবাস যোজনায় সুবিধাভোগীদের সংখ্যা প্রকাশ করছে বিজেপি। তাহলে আগামীকালই আপনাদের দায়বদ্ধ স্বরাষ্ট্রমন্ত্রী আবাস যোজনার শ্বেতপত্র প্রকাশ করতে পারবেন না কেন? কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ পেতেই ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে বিজেপির কেষ্টু-বিষ্টুরা। এখনও কারও ক্ষমতা হল না সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শ্বেতপত্র প্রকাশ করার। এই নিয়ে কুণালের তীব্র কটাক্ষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের পর ৬২৮ ঘণ্টা কেটে গিয়েছে। দেখা যাক, এর জন্য আদৌও শাহের মেরুদণ্ড আছে কি না।