চড়া রোদের সঙ্গে পাল্লা দিয়ে গরম। গত কয়েকদিন এই অবস্থা থেকে মিলেছে রেহাই। হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে গত কয়েকদিনে অনেকটাই নেমেছে পারদ। আগামিকাল বৃহস্পতিবারও কিছু জেলায় বৃষ্টির (Rain forecast) পূর্বাভাস রয়েছে। উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা থাকলেও দক্ষিণের বাকি জেলা শুকনোই থাকবে বলছে আবহাওয়া দফতর। চৈত্রে আর তাপপ্রবাহের আশঙ্কা নেই। এর পাশাপাশি উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- রামদেবের ক্ষমাপ্রার্থনায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট, তিরষ্কার উত্তরাখণ্ড সরকারকেও
হাওয়া অফিস বলছে, আগামী ২-৩ দিনে দক্ষিণের জেলাগুলির দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৫ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পয়লা বৈশাখে তা বেড়ে ৩৭ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) না থাকলেও উত্তরের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে, জানিয়েছে আবহাওয়া দফতর।