উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজভবনকে (Raj Bhavan) করা চিঠি দিল উচ্চশিক্ষা দফতর। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী খুব শীঘ্রই ৩১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের পদক্ষেপের কথা জানিয়েছে উচ্চশিক্ষা দফতর। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রয়োজন রয়েছে। চিঠিতে জানানো হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ করুক। বেআইনিভাবে যে উপাচার্যদের নিয়োগ করেছে রাজভবন (Raj Bhavan) তাঁদের নিয়োগপত্র প্রত্যাহার করুক। দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে রাজভবন ৪ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কথা জানিয়েছিল, সেই নির্দেশও রাজভবনকে প্রত্যাহার করার কথা জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।
আরও পড়ুন- রামদেবের ক্ষমাপ্রার্থনায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট, তিরষ্কার উত্তরাখণ্ড সরকারকেও