প্রতিবেদন : রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur)। একই সঙ্গে তাঁকে তাঁর ঠাকুরের নাম চেয়ারম্যান উল্লেখ করতে দেননি সেই বিষয় নিয়েও সরব হলেন তিনি। বুধবার দিল্লিতে গিয়ে মতুয়া সমাজের হয়ে এই প্রথম কোনও মহিলা রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন। এদিন শপথ গ্রহণ করে বেরিয়েই একরাশ ক্ষোভ প্রকাশ করেন মমতাবালা। ইতিমধ্যে দেখা গিয়েছে শান্তনু ঠাকুর তাঁর বাড়িতে হামলা চালিয়ে তাঁর ঘর লন্ডভন্ড করে সেখানে তালা লাগিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে সরব হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভোটের আগে যেখানে গিয়েছিলেন বড়মার ঘরে প্রণাম করতে, সেখানেই তাঁর সাংসদ তথা মন্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিয়ে তালা দিয়ে দিয়েছে। আমার যাবতীয় নথি ওই ঘরে রয়েছে। আমি আমার মেয়ের জুতো পরে এসেছি শপথ গ্রহণ করতে। প্রধানমন্ত্রী যেখানে নারীশক্তির কথা বলছেন সেখানে তাঁর দলের লোকই এইরকম বিশ্রী ব্যবহার করছে। আমি আমার ঠাকুরের নাম এখানে নিতে পারলাম না এর জবাব মতুয়ারা দেবে।
অপরদিকে, এদিন তিনি বারবার অভিযোগ করেন তাঁকে ঠাকুর হরিচাঁদ পালের নাম নিতে বাধা দিয়েছেন চেয়ারম্যান। এই বিষয়েও ধিক্কার জানান তিনি। বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাকে সংসদে শপথ নেওয়ার সময় হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে দেওয়া হয়নি। অন্য সবাইকে তাঁদের ঈশ্বরের নাম নিতে দেওয়া হলেও আমাকে বাধা দেওয়া হয়। আজ মতুয়া সম্প্রদায়ের জন্য একটি কালো দিবস।
আরও পড়ুন- চাপের মুখে টার্গেট আরও কমছে বিজেপির, স্বরাষ্ট্রমন্ত্রীর শুধু মিথ্যাচার ধুয়ে দিল তৃণমূল কংগ্রেস