জয়পুর : রশিদ খানের (২৪ নট আউট) ব্যাট থেকে বল পয়েন্ট বাউন্ডারিতে যেতেই রুদ্ধশ্বাস ম্যাচের পরিসমাপ্তি। রাজস্থান রয়্যালসের (Gujarat Titans- Rajasthan Royals) স্বপ্নের দৌড় থামিয়ে দিয়ে গুজরাট টাইটান্স জিতল ৩ উইকেটে। রিয়ান পরাগ ও সঞ্জু স্যামসনের হাফ সেঞ্চুরি ও পরে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ সেনের বোলিংয়ে ঘরের মাঠে চতুর্থ জয়ের রাস্তা পাকা করে ফেলেছিল রাজস্থান। কিন্তু শেষবেলায় চরম নাটক। রশিদ ও তেওটিয়া (২২) শেষমুহূর্তে গুজরাটের জয় এনে দিলেন। এর আগে শুভমন গিল (৭২) লড়েছেন। বাকিরা ব্যর্থ হওয়ায় ভাল শুরু করেও চাপে পড়ে গিয়েছিল গুজরাট। যা শেষপর্যন্ত কাটিয়ে দিলেন রশিদ।
রাজস্থানের (Gujarat Titans- Rajasthan Royals) শুরুটা এদিন ভাল হয়নি। দলের ৩২ রানে যশস্বী জয়সোয়াল ফিরে যান। উমেশের বলে উইকেটের পিছনে ম্যাথু ওয়েড যখন তাঁর ক্যাচ নিলেন, নামের পাশে ২৪। অধিনায়ক সঞ্জু স্যামসন জস বাটলারের সঙ্গে যোগ দেন। দু’জনে মিলে ধাক্কা সামলে নেবেন ভাবা গিয়েছিল। কিন্তু তা হয়নি। বাটলারকে (১০) তুলে নেন রশিদ খান। ৬ ওভারে পাওয়ার প্লে-র শেষে তাঁদের রান ছিল ৪৩-২।
পরিস্থিতি এরপর সামাল নিয়েছিলেন সঞ্জু (৬৮ নট আউট) ও রিয়ান পরাগ (৭৬)। রিয়ান এদিন আরও একটা হাফ সেঞ্চুরি তুলে নেন। ৩৫ বলে পঞ্চাশ। ইনিংসে তিনটি চার, পাঁচটি ছক্কা। পাশাপাশি দারুণ খেলে গেলেন রাজস্থান অধিনায়কও। তিনিও হাফ সেঞ্চুরি করলেন। এই দু’জন নুর আমেদকে আক্রমণ করে তাঁর চার ওভারে তুলে নেন ৪৩ রান। মোহিত শর্মাও এদিন ৫১ রান দিয়েছেন। তবে রশিদ ৪ ওভারে ১৮ রান দিয়ে বাটলারের উইকেট নিয়েছেন। উমেশ দেন ৪৭ রান। রিয়ানকে শেষমেশ মোহিত ফিরিয়েছেন। তবে রিয়ান ও সঞ্জুর জন্যই জন্যই রাজস্থান ২০ ওভারে ১৯৬-৩ তুলতে পেরেছে।
আরও পড়ুন- কাল উত্তরে যাচ্ছেন অভিষেক, ঝড়ে গৃহহীন ১৬০০ পরিবারের সদস্যদের সঙ্গে বলবেন কথা
সোয়াই মান সিং স্টেডিয়ামের আধুনীকিকরণ হয়েছে কিছুদিন আগে। তাতে যে একটা কাজের কাজ হয়েছে সেটা বোঝা গেল। বৃষ্টির পর খেলা শুরু করা গেল মিনিট পঁচিশেক পরেই। একটা সময় মনে হচ্ছিল এত তাড়াতাড়ি খেলা শুরু হবে না। কিন্তু হল। শুভমন টসে জিতে আগে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে ডাকলেন। সঞ্জু স্বীকার করে নিলেন, তিনি জিতলেও আগে বল করতে চাইতেন।
গুজরাটের চোট সমস্যা আছে। ঋদ্ধিমান সাহা তাই খেলতে পারছেন না। এদিন দুটি পরিবর্তন করে মাঠে নামল গুজরাট টাইটান্স। দলে এলেন ওয়েড ও অভিনব মনোহর। বাদ গেলেন কেন উইলিয়ামসন ও বি আর শরত। ওয়েডের খেলার আরও এক কারণ হল ঋদ্ধিমানের চোট। তাঁকে উইকেটের পিছনে চেয়েছিল গুজরাট। উইলিয়ামসনের সমস্যা হল এবারের আইপিএলে মোটেই রান করতে পারছিলেন না। দুটি ম্যাচ খেলে করেছেন ২৭ রান। গড় ১৩.৫।
রাজস্থান রয়্যালস একটিই পরিবর্তন করে খেলতে নেমেছিল এদিন। কুলদীপ সেন খেললেন নান্দ্রে বার্গারের পরিবর্ত। সঞ্জু বুধবার রাজস্থানের অধিনায়ক হিসাবে তাঁর ৫০তম ম্যাচ খেললেন। কিন্তু খুব মুশকিলে পড়েন ভাষ্যকার পমি বাঙ্গোয়া তাঁকে কী দল জানতে চাওয়ায়। ইতস্তত করে তাঁকে তাই বলতে হল, সরি, আমি একটু কনফিউজড। আপনি বরং স্ক্রিনে দেখে নেবেন। ব্রেনফেড হয়েছিল তাঁর। তবে ব্যাট করার সময় দেখা গেল তিনি আছেন সঞ্জুতেই।