তাপপ্রবাহ মুক্তি দিলেও ফের বাড়বে গরম

Must read

প্রতিবেদন : তাপপ্রবাহ (Heatwave) থেকে আপাতত মুক্তি বঙ্গবাসীর। আবহাওয়ার পরিবর্তনের জেরে খানিকটা কমেছে গরম। কেটেছে হাসফাঁস পরিস্থিতি। তবে আজ থেকে ফের বদলে যাবে আবহাওয়া। সূর্যের প্রখর তাপ পড়বে রাজ্যের জেলাগুলিতে। একইসঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরমের তীব্রতাও বাড়বে। কয়েকদিন মেঘলা আকাশ থাকায় কিছুটা স্বস্তি মিলেছিল কিন্তু আগামী কয়েকদিনে ফের তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ফলে ফের ঘামে নাজেহাল অবস্থা হবে রাজ্যবাসীর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বাড়তে পারে শুষ্ক আবহাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আরও পড়ুন- বিচারালয়ে ন্যায় বিচারের সুযোগটা এবার ছিনিয়ে নিচ্ছে বিজেপি

Latest article