প্রতিবেদন : গতবার অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল। ফাইনালে উঠেও মুম্বইয়ের কাছে হেরে গিয়েছিল এটিকে মোহনবাগান। তবে এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি চান না আন্তোনিও লোপেজ হাবাস। আগামী ১৯ নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করবেন রয় কৃষ্ণরা। তার আগে বুধবার দলের প্রস্তুতি নিয়ে মুখ খুললেন এটিকে মোহনবাগান কোচ।
আরও পড়ুন : ঘরোয়া ক্রিকেট খেলে ফিটনেস প্রমাণ কর,হার্দিককে কড়া বার্তা বোর্ডের
হাবাস বলেন, ‘‘গত বছর ভাল খেলেও ট্রফি হাতছাড়া হয়েছিল। এবার নতুন মরশুম। আমাদের প্রস্তুতিও যথেষ্ট ভাল হয়েছে। পাশাপাশি আমাদের দলে বেশ কিছু নতুন ফুটবলার যোগ দিয়েছে। সব মিলিয়ে আমি খুশি। আশা করি, এবার আমরা সফল হব।’’ সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ আরও যোগ করেছেন, ‘‘ফুটবলারদের ওপরে আমার পূর্ণ আস্থা রয়েছে। শুধু ওদের মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে।’’ এদিকে, দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে হাবাসের দলকে। কলকাতা ডার্বিতে হাবাসের সাফল্যের হার ১০০ শতাংশ। গতবার দু’টি সাক্ষাৎকারেই একচেটিয়া প্রাধান্য রেখে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। হাবাস অবশ্য আত্মতুষ্টিত ভুগতে রাজি নন। তিনি সাফ জানাচ্ছেন, এখনই ডার্বি নিয়ে মাথা ঘামাচ্ছেন না। বরং ম্যাচ ধরে ধরে এগতে পছন্দ করেন। আপাতত পাখির চোখ কেরলা ব্লাস্টার্স ম্যাচ।