প্রতিবেদন : গোয়ায় জোরকদমে চলছে তৃণমূল কংগ্রেসে যোগদান পর্ব। সকাল বিকেল দলে যোগ দিচ্ছেন অন্য দলের সদস্যরা। বুধবার সকালে এক প্রস্থ যোগদানের পর পরে আরও কয়েকজন দলে যোগ দিলেন। এই তালিকায় ছিলেন, গোয়া বিজেপি’র সংখ্যা লঘু সেলের প্রেসিডেন্ট আব্দুল আজিজ ও ভাইস প্রেসিডেন্ট আব্দুল রহমান। যোগ দিয়েছেন বিএম তিরূপতি, যিনি গত পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন কুরকা বাম্বলিন তালাউলিম থেকে।
আরও পড়ুন : ঘরোয়া ক্রিকেট খেলে ফিটনেস প্রমাণ কর,হার্দিককে কড়া বার্তা বোর্ডের
এদিন দলে যোগ দেন গোয়ায় কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সোক্কোরো মেনেজেস। তাঁর সঙ্গে দলে যোগ দেন লেভি মেনেজেস, অ্যান্ড্রিউ গোমস, বেনি গোমস। দলের জাতীয় সহ সভাপতি লুইজনহো ফেলারিও এবং দল নেতা এন শিব দাসের উপস্থিতিতে তাঁরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। সম্প্রতি দলে যোগ দিয়েছেন কারমোনার পঞ্চায়েত প্রধান আলউইন জর্জ। ডেরেক ওব্রায়ানের উপস্থিতিতে তিনি যোগ দেন গোয়া তৃণমূল কংগ্রেসে।
এর আগে কংগ্রেসের মহিলা শাখার প্রাক্তন সাধারণ সম্পাদিকা প্রিয়া রাঠোর সাংসদ ডেরেক ও ব্রায়েনর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দীর্ঘদিনের কংগ্রেসী লুইজিনহ ফেলারিও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদানের পরে গোয়ায় কংগ্রেসে কার্যত ধস নেমেছে। প্রতিদিনই কোনও না কোনও কংগ্রেসে নেতা-নেত্রী – কর্মী – সমর্থকরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। গোয়ার নাম করা বেশ কিছু প্রাক্তন ফুটবলারও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃনমূল কংগ্রেস গোয়ার বর্তমান শাসক দলকে যে কড়া চ্যালেন্জের মুখে ফেলবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। গোয়ায় হবে নতুন সূর্যোদয়।
আরও পড়ুন : ঘরোয়া ক্রিকেট খেলে ফিটনেস প্রমাণ কর,হার্দিককে কড়া বার্তা বোর্ডের
গোয়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ নভেম্বর গোয়া যাবেন তিনি। ১০, ১১, ১২ নভেম্বর নিজে গোয়ায় থেকে সংগঠন সাজাবেন অভিষেক। আগামী বছর ফেব্রুয়ারিতে গোয়ার বিধানসভা ভোট। ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও নজর তৃণমূলের। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষ নেতা লুইজিনহো ফালেরিও। তাঁকে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব দিয়েছেন অভিষেক।