সংবাদদাতা, বালুরঘাট : কী কাজ করেছেন? বালুরঘাটের মানুষ কী পেয়েছেন? প্রমাণ থাকলে দেখান। শুক্রবার বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের প্রচারে এসে ট্রেনি সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থীকে একবারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন এলাকায় রাজ্যের উন্নয়নের তালিকা বের করে কার্যত বিজেপি সাংসদকে ধুইয়ে দেন তিনি। বলেন ভাঁওতা, মূল্যবৃদ্ধি কেন্দ্র সরকারের অপর নাম। তাই ভাঁওতাবাজদের বিশ্বাস করবেন না বলেও বালুরঘাটের বাসিন্দাদের সতর্ক করেন তিনি।
আরও পড়ুন-২৫ কোটিতে কী কাজ? প্রশ্ন প্রসূনের
এদিন গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করার পাশাপাশি সুকান্ত মজুমদারের কাজের খতিয়ান নিজের মোবাইলে বের করে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কাজ না করার অভিযোগও তোলেন। বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র-র সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার ত্রিমোহিনী এলাকায় পথসভা করেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় বলেন, সাংসদ তহবিলের নির্ধারিত অর্থ ছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন দফতর থেকে অর্থ নিয়ে এসে এলাকা উন্নয়নে কাজ করার বিষয়টি একজন সাংসদের কর্তব্য। এই মর্মেও এদিন বাবুল সুপ্রিয় বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তোপ দাগেন। ত্রিমোহিনীর পাশাপাশি এদিন বালুরঘাট শহরের নারায়ণপুরেও বিপ্লব মিত্র-র সমর্থনে পথসভা করেন বাবুল সুপ্রিয়।