আজ ১১ই নভেম্বর। এই দিন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, প্রখ্যাত শিক্ষাবিদ, দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী সাংবাদিক ও দার্শনিক প্রয়াত মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিবস উপলক্ষে সারা দেশে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালিত হয়।
আরও পড়ুন-দেবেন্দ্র ফড়নবিশ দাউদের চর! ‘হাইড্রোজেন বোমা’ ফাটালেন এনসিপির মন্ত্রী নবাব
মৌলানা আবুল কালাম আজাদ ১৮৮৮ সালে ১১ ই নভেম্বর মক্কায় এক রক্ষনশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর আসল নাম আবুল কালাম মহিউদ্দিন আহমেদ।মাত্র ১৫ বছর বয়সেই তিনি আরবী ও ফার্সী ভাষায় পারদর্শী হয়ে ওঠেন।
এদিন তাঁর জন্মদিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।