তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশির নিয়ে কোচবিহারের নির্বাচনী সভা থেকে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রাসমেলা ময়দানের সভা থেকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, বিজেপি নেতাদের কপ্টারে তল্লাশি চালানোর সাহস আছে?
আরও পড়ুন- তৃণমূল নেত্রীকে টার্গেট করতেই সন্দেশখালি নিয়ে প্রচার বিজেপির! ক্ষোভ প্রকাশ কৃষক নেতার
অভিষেকের পরে সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারেও আয়কর তল্লাশি করা হয়। লোকসভা ভোট শুরু মুখে আয়কর দফতরকে দিয়ে বিরোধীদের হেনস্থা নিয়ে গর্ডে উঠলেন তৃণমূল সভানেত্রী। এদিনের সভা থেকে তিনি বলেন, ” অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল। হেলিপ্যাডে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা অভিষেকের কপ্টারে কাল তল্লাশি চালিয়েছে। কপ্টারে নাকি সোনা, টাকা আছে।” এরপরেই বিজেপির বিরুদ্ধে প্রবল আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ”কী ভেবেছিল? কপ্টার থেকে সোনা পাবে? এসব আমরা করি না। বিমানে ওদের টাকাপয়সা আসে। ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে। কোনওদিন কোনও বিজেপি নেতার কপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে তাদের?” কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্থা করার ঘটা নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি।