প্রতিবেদন : অতীতে রামনবমীতে অশান্তির ঘটনা ঘটেছে বহুবার। এবার সেই অভিজ্ঞতা স্মরণ করে শর্তসাপেক্ষে হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ রামনবমীর মিছিলের ক্ষেত্রে কিছু শর্ত লাগু করেছে।
আরও পড়ুন-অনুরাগকে পাল্টা দিলেন শশী পাঁজা
হাইকোর্ট জানিয়েছে, ২০০ জনের বেশি জমায়েত করতে পারবে না মিছিলে। বি ই কলেজের ১ নম্বর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত করা যাবে এই শোভাযাত্রা। মিছিল কোথাও দাঁড়াতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কোনওরকম অস্ত্র ব্যবহার করা যাবে না। একইসঙ্গে প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত। রাজ্য চাইলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। এছাড়াও বলা হয়েছে, দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত শোভাযাত্রা করতে পারবে। রামের মূর্তি ব্যবহারের জন্য শোভাযাত্রায় একটি গাড়ি রাখার অনুমতি দিয়েছে কোর্ট।