প্রতিবেদন : নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বিজেপির। আর সেটা বুঝতে পেরেই মরিয়া হয়ে তারা একের পর এক শীর্ষ বিরোধী নেতাদের হেনস্থা করতে চেষ্টা করছে। শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। সোমবার একই ভাবে তল্লাশি চালানো হল কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধির হেলিকপ্টারে।
আরও পড়ুন-নতুন করে আরেকটি যুদ্ধের পরিস্থিতিতে অস্থির মধ্যপ্রাচ্য, এবার রাষ্ট্রসংঘে মুখোমুখি ইরান-ইজরায়েল
তল্লাশি অভিযান চালিয়েছে নির্বাচন কমিশন। নিজের নির্বাচনী কেন্দ্র কেরলের ওয়েনাড়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী। পুলিশ জানিয়েছে, সোমবার তামিলনাড়ুর নীলগিরিতে রাহুল গান্ধীকে নিয়ে হেলিকপ্টারটি নামার পরই কমিশনের ফ্লাইং স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি শুরু করেন। সোমবার সেখান থেকেই নির্বাচনী কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল রাহুলের। চপারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখেন তাঁরা।