লন্ডন, ১৬ এপ্রিল : এভার্টনকে ৬-০ গোলে বিধ্বস্ত করে জয়ের দিনেই পেনাল্টি নেওয়া নিয়ে নিজেদের মধ্যে ঝামেলায় জড়ালেন চেলসির ফুটবলাররা!
প্রথমার্ধেই চার গোলে এগিয়ে থাকা চেলসি ৬৪ মিনিটে পেনাল্টি পেয়েছিল। আর সেই পেনাল্টি কে নেবেন, তা নিয়ে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় চেলসির দুই ফুটবলার ননি মাদুয়েক ও নিকোলাস জ্যাকসনের মধ্যে। থিয়াগো সিলভার মধ্যস্থতায় ঝামেলা সাময়িকভাবে মিটলেও, চেলসি অধিনায়ক কনর গ্যালাগার মাদুয়েকের হাত থেকে বল নিয়ে তুলে দেন কোল পামারের হাতে। কিন্তু পামার পেনাল্টি নেওয়ার আগে ফের ছুটে এসে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন জ্যাকসন। সেই সময় জ্যাকসনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন পামার। শেষ পর্যন্ত পামারই শট নেন এবং গোল করেন।
আরও পড়ুন-রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়াচ্ছে, পরবর্তীতে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ হবে: ব্রাত্য বসু
পামারের হ্যাটট্রিক-সহ চার গোল এবং জ্যাকসন ও অ্যালফি গিলক্রিস্টের গোলে ৬-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় চেলসি। এদিনের চার গোলের সুবাদে মোট ২০ গোল করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্লিং হালান্ডের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠে এলেন পামার।