প্রতিবেদন : না, প্রথা মেনে বিসর্জনে আর শোভাযাত্রা নয়। চলতি জগদ্ধাত্রী পুজোয় প্রতীকী ভাসানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কোভিডবিধির কথা মাথায় রেখেই এই নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশের ফলে চারদিন ধরে কৃষ্ণনগরে রাতভর জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে পেলেও এবার আর ঐতিহ্যবাহী বিসর্জনের শোভাযাত্রা দেখা যাবে না। আসলে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাসান নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। বুধবার জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য ফেরানো নিয়ে জনতার দাবি প্রশাসন না মানায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধও করা হয়। আর এই অবরোধের মধ্যে আটকে পড়ে অ্যাম্বুল্যান্সের মধ্যে প্রাণ হারায় মালদহের বছর সাতেকের এক শিশু। এই মর্মান্তিক ঘটনাকে সামনে রেখে জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতিরা জানান, রীতিনীতি, ঐতিহ্য বজায় থাকুক জগদ্ধাত্রী-ভাসানে। কিন্তু তা হোক নিয়মরক্ষাটুকু করেই।