প্রতিবেদন: ফৌজদারি মামলার সংখ্যায় এগিয়ে গেরুয়া প্রার্থীরাই। সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থীও বিজেপিতেই। দ্বিতীয় দফা নির্বাচনে বিজেপির ৬৯ জন প্রার্থীর মধ্যে ৩১ জন প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। ৬৯ জন বিজেপি প্রার্থীর মধ্যে কোটিপতির সংখ্যা ৬৪। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, কেরলের ওয়েনাড়ে এমন একজনকে বিজেপি প্রার্থী করেছে যার বিরুদ্ধে ২৪৩টি ফৌজদারি অপরাধের অভিযোগ এসেছে। প্রার্থীর নাম কে সুরেন্দ্রন। এখানেই শেষ নয়, এর্নাকুলম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এস রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ঝুলছে ২১১টি ফৌজদারি মামলা। এই তথ্য তুলে ধরেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর।
আরও পড়ুন-সৌদির জেলবন্দিকে বাঁচাতে মানবিক উদ্যোগ কেরলবাসীর, মৃত্যুদণ্ড রদে চাঁদা তুলে ৩৪ কোটি
১৯ এপ্রিল প্রথম দফা নির্বাচনের পরেই দ্বিতীয় দফার নির্বাচনের প্রতীক্ষা। প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ১১৯৮। এরমধ্যে বিভিন্ন দলের ২৫০ জন হলফনামায় স্বীকার করেছেন যে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আর কোটিপতি রয়েছেন ৩৯০ জন। বিভিন্ন অপরাধে এ পর্যন্ত দোষী সব্যস্ত হয়েছেন ৩২ জন প্রার্থী। এডিআর-এর তথ্যের দাবি, গুরুত্বপূর্ণ ফৌজদারি অপরাধের মামলা ঝুলছে ১৬৭ জন প্রার্থীর বিরুদ্ধে। ৩ জনের বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ। ২৪ জন খুনের চেষ্টায় অভিযুক্ত। মহিলা-নির্যাতনের অভিযোগ রয়েছে ২৫ প্রার্থীর বিরুদ্ধে। একজনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগও। তবে ফৌজদারি মামলা ঝুলছে কংগ্রেস,সিপিআই, সমাজবাদী পার্টি-সহ অন্যান্য কয়েকটি দলের প্রার্থীর বিরুদ্ধেও। কোটিপতি
প্রার্থীর সংখ্যার বিচারেও বিজেপির পরেই দ্বিতীয় স্থানে কংগ্রেস।