সংবাদদাতা, পুরুলিয়া : চক্রান্ত সফল হল না। রামনবমী ঘিরে বিজেপির মেরুকরণের রাজনীতি মুখ থুবড়ে পড়ল পুরুলিয়ায়। একাধিক সংগঠন এদিন শহরে শোভাযাত্রা করলেও সেখানে দেখা গেল না বিজেপি নেতাদের। তৃণমূল আগেই জানিয়ে দিয়েছিল, ধর্মকে রাজনীতিতে টেনে আনা হবে না। তবে শহর জুড়ে বহু শিবির করে তৃণমূল কর্মীরা এদিন শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সরবত খাওয়ান। তবে দলীয় কোনও শ্লোগান উঠল না শোভাযাত্রা থেকে।
আরও পড়ুন-মোদির মুখ চলছে না তাই রামের মুখ
বুধবার শহরের পোস্ট অফিস মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। প্রচণ্ড দাবদাহে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের যাতে সমস্যা না হয়, সেজন্য ঠান্ডা জল, সরবত নিয়ে হাজির ছিলেন তৃণমূল কর্মীরা। এক কর্মী বলেন, আমরা ঠিক করেছিলাম দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। মানুষ তাতে সাড়া দিয়েছেন। পুরুলিয়ায় তাই দলীয় ব্যানার নিয়ে শোভাযাত্রা করার সাহস হয়নি বিজেপির। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া ছিলেন কাশীপুরে। তিনি বলেন, প্রথা মেনে রামনবমীর পুজো করেই দিন শুরু হয় আমাদের। পাশে থেকে যাঁরা মন্দিরে পুজো দেন তাঁদের রাজনৈতিক পরিচয় জানতে চাইনি। পুরুলিয়ার মানুষ বিজেপিকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, উৎসব হবে। কিন্তু সেই উৎসবে কোনওরকম রাজনীতি চলবে না।