নয়াদিল্লি, ১১ নভেম্বর : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে টেস্ট স্কোয়াডও ঘোষণা করে দেওয়ার সম্ভাবনা প্রবল। মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত বিরাট কোহলিকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। তাঁর অনুপস্থিতিতে কানপুরে ভারতকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে।
আরও পড়ুন : কিউয়িরা হৃদয় জিতে নিল: শচীন
এই দৌড়ে সদ্য টি-২০ দলের নেতৃত্ব পাওয়া রোহিত শর্মার নামও উঠেছিল। কিন্তু তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আপাতত রাহানের ওপরেই ভরসা রাখছে জাতীয় নির্বাচক কমিটি ও বোর্ড। এদিকে, টি-২০ সিরিজের মতো কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজেও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। এই তালিকায় নাম রয়েছে ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং শাদূর্ল ঠাকুরের। ফলে কিউয়িদের বিরুদ্ধে দুটো টেস্টেই উইকেটের পিছনে গ্লাভস হাতে ঋদ্ধিমান সাহাকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত, ২৫-২৯ নভেম্বর কানপুরে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের আসর বসবে মুম্বইয়ে (৩-৭ ডিসেম্বর)। বিরাট নিজে পুরো টেস্ট সিরিজ থেকেই সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। যদিও বিসিসিআই চাইছে, তিনি কানপুর টেস্টে বিশ্রাম নেওয়ার পর মুম্বই টেস্টে অবশ্যই খেলুন।
গত কয়েক বছর ধরেই টেস্টে বিরাটের ডেপুটির ভূমিকা পালন করে আসছেন রাহানে। গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে পিছিয়ে পড়েও রাহানের নেতৃত্বে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এ ছাড়া কয়েক বছর আগে দেশের মাটিতেও বিরাটের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরমশালা টেস্ট জিতেছিলেন রাহানে।
কিন্তু সমস্যা হল, সাম্প্রতিক অতীতে টেস্টে ব্যাটসম্যান হিসেবে হতাশ করেছেন রাহানে। ডানহাতি মুম্বইকর শেষ ১১ টেস্টে ১৯.৫৭ গড়ে করেছেন মাত্র ৩৭২ রান। কোনও সেঞ্চুরি নেই। তাই নির্বাচকদের একাংশ চেয়েছিলেন অফ ফর্মে থাকা রাহানের বদলে কানপুরে নেতৃত্ব দিন রোহিত। লাল বলের মতো সাদা বলের ফরম্যাটেও ব্যাট হাতে বেশ ভাল ছন্দে রয়েছেন হিটম্যান। শেষ ১১ টেস্টে দু’টি সেঞ্চুরি-সহ মোট ৯০৬ রান করেছেন। গড় ৪৮। যদিও রোহিতকে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হতেই, রাহানের পথ পরিষ্কার হয়ে যায়। বোর্ড সূত্রের খবর, টেস্ট অধিনায়ক হিসেবে রাহানের ঈর্ষণীয় রেকর্ড শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারছেন না নির্বাচকেরা। যা পরিস্থিতি, তাতে কানপুর টেস্টে কেন উইলিয়ামসনের সঙ্গে টস করতে যাবেন রাহানেই। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে রান না পেলে টেস্টের সহ-অধিনায়কের দায়িত্ব হারাতে পারেন ডানহাতি মুম্বইকর। কারণ নির্বাচকরা নেতৃত্বের পাশাপাশি রাহানের ব্যাটে বড় রানের ইনিংস দেখতে চান।
অন্যদিকে, রোহিতকে বিশ্রাম দেওয়ার ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কেএল রাহুলের সঙ্গে ওপেনার হিসেবে স্কোয়াডে ঢুকবেন মায়াঙ্ক আগারওয়াল এবং শুভমান গিল।