মানস দাস, মালদহ : উন্নয়নে দিশা দেখাচ্ছে মালদহের তৃণমূল কংগ্রেস পরিচালিত সুজাপুর গ্রাম পঞ্চায়েত। পথসাথী, এলাকায় পয়ঃপ্রণালী থেকে গৃহনির্মাণ— একাধিক প্রকল্প সফলতার সঙ্গে শেষ করার পর এবার সৌরবিদ্যুতের মাধ্যমে এলাকায় বাতিস্তম্ভ বসানোর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই সুজাপুর, ব্রমত্তর, চামাগ্রাম, বালুপুর, মধুগ্রাম এলাকায় বসেছে ৪২টি সৌরবিদ্যুৎ চালিত বাতিস্তম্ভ। কাজ প্রায় শেষ পর্যায়ে। এতদিন এসব এলাকা সন্ধে নামলেই অন্ধকারে ডুবে থাকত। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এই প্রকল্প রূপায়ণ করা হয়েছে বলে সুজাপুর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। সৌরবিদ্যুৎ চালিত বাতিস্তম্ভে একদিকে যেমন পঞ্চায়েতের অর্থ সাশ্রয় হবে, তেমনই বিদ্যুৎ বিল দেওয়াতেও কোনও ঝঞ্ঝাট থাকবে না। পঞ্চায়েতের প্রধান আরিফ আলি জানান, ৪২টি সৌরবিদ্যুৎচালিত বাতিস্তম্ভ বসেছে। এই প্রকল্পের জন্য ২২ লক্ষ টাকা বরাদ্দ করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।