আজ দেশজুড়ে প্রথম দফার ভোট (Vote) । সকাল থেকেই ভোট শুরু হয়ে গেছে। কিন্তু তার মধ্যেই শুক্রবার সকালে মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের (Jawan)(অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম নীলেশ কুমার নীলু। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্ট্রোক হয়েছিল তাঁর। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে বাইশগুড়ি হাইস্কুলে ডিউটিতে ছিলেন তিনি। বিহারের বাসিন্দা ওই জওয়ান ভোটকেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। নিমেষের মধ্যেই তাঁর নাক-মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। দ্রুত তাকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়। আপাতত তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন-দেশে সাতদফার ভোট শুরু আজ, লোকসভায় জনমত কোন দিকে, তার পরীক্ষা
প্রসঙ্গত, বৃহস্পতিবার কোচবিহার বেশ উত্তপ্ত। সকালেও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে। তবে বড় কোনও গণ্ডগোলের খবর নেই। এবার কোচবিহারে ভোটের জন্য ১১২ কোম্পানি ফোর্স আনা হয়েছে। ৪,৫২০ জন রাজ্য পুলিশ কড়া নজরদারিতে আছেন। শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লোকসভা ভোট প্রক্রিয়া চলছে। স্পর্শকাতর বলে তিনটি কেন্দ্রের মধ্যে কোচবিহারে সবচেয়ে বেশি ফোর্স মোতায়েন করা হয়েছে।