সংবাদদাতা, হুগলি : সৌদি আরবে কাজে গিয়ে আটকে পড়ল দুই ভাই। বাড়ি ফিরতে না পেরে অগত্যা ভরসা মুখ্যমন্ত্রী। তাই বাধ্য হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে মেইল মারফত নিজেদের বিপদের কথা জানালেন হুগলির গুপ্তিপাড়ার দুই ভাই রাজেন ও রতন সরকার। একইসঙ্গে মেইল করেছেন হুগলির জেলাশাসকের দফতরেও। বাড়তি রোজগারের আশায় সৌদি আরবের রিয়াধের হোটেলে রান্নার কাজে গিয়েছিলেন হুগলির গুপ্তিপাড়ার এই দুই ভাই। দুই ভাই জানাচ্ছেন, দেড় মাস আগে সংস্থার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে।
আরও পড়ুন-কন্যাশ্রী, রূপশ্রী পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কনে
প্রথমে এই সংস্থা তাঁদের বাড়ি ফেরানোর আশ্বাস দিলেও পরবর্তীকালে সেই নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি। হোটেলের সঙ্গে চুক্তি শেষ হলেও কাগজপত্র সংক্রান্ত কারণে তাঁরা ফিরতে পারছেন না। এদিকে ওই হোটেল সংস্থাও তাঁদেরকে গত দু’মাসের বেতন দেয়নি। তাঁদের হাতে যা টাকাপয়সা ছিল তাও শেষ হয়ে গিয়েছে। পাশাপাশি সেখানে দূতাবাস থেকেও কোনওরকম সাহায্য মিলছে না তাই তাঁরা পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেইল করেছেন। হুগলি জেলাশাসক মুক্তা আর্য জানিয়েছেন, বিষয়টি প্রশাসনের তরফে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে। দুই ছেলে ভিনদেশে আটকে পড়ায় অসহায় মা শিশুবালা সরকার চান ছেলেরা ভালয় ভালয় বাড়ি ফিরে আসুক।