রৌনক কুণ্ডু, কোচবিহার: প্রথম দফা নির্বাচনে (Lok Sabha Election) উত্তরের তিন লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোট জয়লাভ করবে। রাজ্যের উন্নয়নই এই জয় ছিনিয়ে আনবে বলে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। তাই ভোট মিটতেই কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হল আনন্দ মিছিল। স্থানীয় নেতৃত্ব, তিন কেন্দ্রের প্রার্থীরা ছাড়াও এই বিজয় মিছিলে পা মেলালেন অসংখ্য সাধারণ মানুষ। কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক-সহ সেই দলের নেতাদের হাজারো অপচেষ্টার পরেও কোচবিহারের মানুষ দলের প্রার্থীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়েছেন এটাই তাঁদের বিশ্বাস। আলিপুরদুয়ারে সারাদিনের ভোট পর্ব মিটতেই হাসি ফুটল তৃণমূল নেতা-কর্মীদের মুখে। সারাদিনের ভোটের গতিপ্রকৃতি দেখে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত হতেই, আলিপুরদুয়ার বক্সা ফিডার রোডে বিজয় মিছিল করল তৃণমূল। তার আগে তৃণমূলের জেলা নির্বাচনী কার্যালয়ে ভোট শেষে কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে এক অনুষ্ঠান হয়। সেখানে প্রতিটি বুথের প্রতি কর্মীকে ধন্যবাদ জানান জেলা তৃণমূলের সভাপতি তথা লোকসভার প্রার্থী প্রকাশচিক বড়াইক। এছাড়াও ওই অনুষ্ঠান ও বিজয় মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, মৃদুল গোস্বামী, ভাস্কর মজুমদার, সঞ্জীব ধর প্রমুখ। ওই মিছিলে মহিলা ও ছাত্র-যুবদের ভিড় ছিল লক্ষণীয়। জলপাইগুড়িতেও বিজয় মিছিল হয়।
আরও পড়ুন: স্বৈরশাসকের অপবিজ্ঞান-সাধনা
এদিন জেলার দলীয় কার্যলয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ছিলেন জেলা সভানেত্রী মহুয়া গোপ, বিধায়ক খগেশ্বর রায় এবং প্রার্থী নির্মলচন্দ্র রায়। মহুয়া গোপ বলেন, প্রথম দফা ভোটে (Lok Sabha Election) তিনটি কেন্দ্রেই মিলেছে স্বতঃস্ফূর্ত সাড়া। তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী, তাই আগাম এই বিজয় মিছিল।