প্রতিবেদন : ঘাটাল ও মেদিনীপুর দুটি লোকসভা আসন জিততে সবকিছু একপাশে সরিয়ে রেখে দলীয় নেতৃত্বকে একযোগে প্রচারে ঝাঁপানোর নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের বাংলার প্রতি বঞ্চনা ও বাংলাকে আর্থিকভাবে দুর্বল করার সবরকম চেষ্টা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, নির্বাচন শেষ হলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দিকে এগোবে। দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপির প্রতিহিংসার রাজনীতি ও বঞ্চনার কথা মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দিয়েছেন। একথা তিনি নিজেই সমাজমাধ্যমে লিখেছেন।
আরও পড়ুন-দিনের কবিতা
একইসঙ্গে তিনি লিখেছেন, আগামী ২৫ মে প্রতিটি ভোট দিতে হবে উন্নয়নের পক্ষে। এবং বাংলা বিরোধীদের মুছে দিতে। যারা বাংলার গর্ব, পশ্চিম মেদিনীপুরের গর্ব বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, সেই বাংলা-বিরোধী জমিদারদের সরাতেই হবে।
সোমবার খড়্গপুরের একটি বেসরকারি হোটেলে মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির নেতৃত্বদের নিয়ে বিশেষ বৈঠক করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ছিলেন দুই প্রার্থী দেব ও জুন মালিয়াও। টানা তিন ঘণ্টার বৈঠকে দুই লোকসভা কেন্দ্রের ব্লক ধরে ধরে রিপোর্ট নেন ও সেই অনুযায়ী পরামর্শও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।