জয়পুর, ২২ এপ্রিল : চলতি আইপিএলে প্রথমবার ব্যাট হাতে চেনা ফর্মে যশস্বী জয়সওয়াল। আর তাতেই কপাল পুড়ল মুম্বই ইন্ডিয়ান্সের। ৬০ বলে ৯টি চার ও ৭টি ছয় মেরে ১০৪ রানে অপরাজিত থাকলেন যশস্বী। ৮ বল হাতে রেখেই ৯ উইকেটে ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন ২৮ বলে ৩৮ রান করে নটআউট থাকলেন। জস বাটলার আউট (২৫ বলে ৩৫) হওয়ার পর, দু’জন অসমাপ্ত দ্বিতীয় উইকেটে ১০৯ রান যোগ করলেন।
আরও পড়ুন-ঝাঁপিয়ে পড়ুন, জিতবই, বৈঠক ঘাটাল ও মেদিনীপুর নিয়ে
যশস্বী ছাড়া রাজস্থানের জয়ে বড় অবদান রাখলেন মিডিয়াম পেসার সন্দীপ শর্মা। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রান খরচ করে ৫ উইকেট নিয়ে মুম্বইয়ের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন সন্দীপ। ম্যাচের সেরা তিনিই। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া রাজস্থানের প্লে-অফে ওঠা কার্যত নিশ্চিত। অন্যদিকে, আরও একটা হার মুম্বইয়ের। ৮ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট! হার্দিক পান্ডিয়ার চাপ ক্রমশ বাড়ছে।
এদিন প্রথম ওভারেই রোহিত শর্মাকে (৬) আউট করে মুম্বইকে ধাক্কা দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। পরের ওভারেই সন্দীপের শিকার হন ঈশান কিশান (০)। সূর্যকুমার যাদবও ৮ বলে ১০ করে সন্দীপের শিকার। চাপ আরও বাড়ে মহম্মদ নবি (১৭ বলে ২৩) যুজবেন্দ্র চাহালের বলে আউট হলে। নবিকে আউট করার সঙ্গে সঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসাবে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন চাহাল। ৫২ রানে ৪ উইকেট! ওই পরিস্থিতি থেকে মুম্বইকে টেনে তোলেন তিলক ভার্মা ও নিহাল ওয়াদেরা। দু’জনে মিলে মাত্র ৫২ বলে ৯৯ রান যোগ করার পর বোল্টের দ্বিতীয় শিকার হন ওয়াদেরা। তাঁর অবদান ২৪ বলে ৪৯। তিলকের অবদান ৪৫ বলে ৬৫ রান।