সংবাদদাতা, তমলুক : প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই মঙ্গলবার কখনও নিজেই স্কুটি চালিয়ে, কখনও টোটো চেপে, আবার কখনও হেঁটে শহিদ মাতঙ্গিনী ব্লকে ভোটপ্রচার সারলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ব্লকের নোনাকুড়ি বাজারে কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু হয় তাঁর। এরপর বল্লুক ১ অঞ্চলে টোটোয় করে রোড শো করেন তিনি।
আরও পড়ুন-ভারতীয় ভূমিকম্পে বিধ্বস্ত টরন্টো! গুকেশে মজে কিংবদন্তি কাসপারভ
রোড শো চলাকালীন এক পথসভায় তিনি বলেন, ‘‘তমলুকের জন্য আমার অনেক পরিকল্পনা আছে। সেগুলো বাস্তবায়িত করতে আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা প্রয়োজন। একটা কথা সব জায়গার মতো এখানেও বলছি। ভোটের আগে আমাকে যতবার দেখতে পাচ্ছেন, ভোটের পরে তার চেয়েও বেশিবার দেখতে পাবেন। নিশ্চিন্ত থাকতে পারেন। আমি কোনও অধিকারী নই যে শুধু ভোটের সময় দেখতে পাবেন, তারপরে খোঁজ পাবেন না।’’ তীব্র দাবদাহকে উপেক্ষা করে দেবাংশুর প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ছিল চোখে পড়ার মতো। বিশেষত মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বহু জায়গায় মহিলারা শাঁখ বাজিয়ে প্রার্থীকে স্বাগত জানান। বেশ কয়েক জায়গায় রাস্তার দু’দিক থেকে ফুল ছুঁড়ে দেবাংশুকে আশীর্বাদ করেন স্থানীয়রা। এমনকী টোটোয় থাকা দেবাংশুর দিকে মুড়ির ঠোঙাও বাড়িয়ে দেন কেউ কেউ। দেবাংশুও হাসিমুখে সেই ঠোঙা থেকে মুড়ি খান। কোথাও ছোট্ট শিশুকে কোলে নিয়ে আদর করেন। এভাবেই প্রচারে শহিদ মাতঙ্গিনী ব্লকের বাসিন্দারা ও দেবাংশু পরস্পর নিজেদের একেবারে ঘরের মানুষের মতোই আপন করে নেন।