প্রয়াত চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বুধবার ভোরে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই রাজনীতিক। তাঁর (Ashok Shaw) প্রয়াণে শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, “এক জাতীয়তাবাদী এবং দৃঢ় রাজনৈতিক যোদ্ধা, যিনি আমাদের জন্য সম্পদ ছিলেন। তাঁর চলে যাওয়া গণতান্ত্রিক রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।”
Saddened at the demise of my old colleague and former Mayor of Chandernagore Municipal Corporation, and also former MLA, Sri Asok Shaw. A nationalist and a tenacious political fighter, he was an asset for us and his departure will be an irreparable loss for democratic politics.…
— Mamata Banerjee (@MamataOfficial) April 24, 2024
দীর্ঘ রাজনৈতিক জীবনের গোড়ার দিকে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন অশোক সাউ (Ashok Shaw)। তিনি ১৯৮১ সালে প্রথম বার কাউন্সিলর হন। এরপরে ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি চন্দননগর পুরসভার মেয়র ছিলেন। ১৪ বছর আগে অর্থাৎ ২০১০ তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১১ সালে তাঁকে চন্দননগর বিধানসভা তৃণমূল প্রার্থী হয়ে লড়াই করেন। ২০১৬ সাল পর্যন্ত বিধায়ক ছাড়াও মেয়রের পদে ছিলেন তিনি।
আরও পড়ুন-মুখ পুড়ল বিজেপির, মণিপুরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে রিপোর্ট আমেরিকার