প্রতিবেদন : রঘুনাথগঞ্জে জনসভা শেষ করে তিনি যখন জলঙ্গিতে রোড শো এর জন্য পৌঁছলেন তখন মাথার উপর গনগনে রোদ। কিন্তু যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু কালো মাথা। প্রচন্ড গ্রীষ্মের দাবদহেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শোকে কেন্দ্র করে উচ্ছাস উদ্দীপনা উন্মাদনা তুঙ্গে। দলীয় প্রার্থী আবু তাহের খানের সমর্থনে দোলতলা বিডিও অফিস থেকে জলঙ্গি মোড় পর্যন্ত রোড শো করলেন। রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে ফের কংগ্রেস সিপিএমের সেটিং এর কথা উল্লেখ করে ধুয়ে দেন অভিষেক। তারা কিভাবে বিজেপির হাত শক্ত করছে সে কথা উল্লেখ করে বলেন এই দু নম্বরী দলকে একটা ভোট নয়। মোঃ সেলিম ও দীপা দাশমুন্সির কথা উল্লেখ করে অভিষেকের বক্তব্য, এরা বিজেপির ভোটকাটোয়া হিসেবে মাঠে নেমে তাদের হাত শক্ত করে। ২০১৯ এও একই কাজ করেছে। ২০২৪ সং তাই করছে। এরা বাংলার জন্য কোন কথা বলে না। সিএ এনআরসির বিরুদ্ধে আজ পর্যন্ত একটা সাংবাদিক বৈঠক করেনি। বাংলার বকে ১০০ দিনের কাজের টাকা বাড়ির আবাসের টাকা বিজেপি সরকার আটকে দিয়েছে তা নিয়ে কোনদিন একটা শব্দ খরচ করেনি। এবার তাই সব ভোট তৃণমূল কংগ্রেসে। অভিষেকের (Abhishek Banerjee) কথায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ ঠিক হবে বাংলায় তৃণমূল কটা আসন পাচ্ছে তার ওপর। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন।