প্রতিবেদন : ধীরে ধীরে শান্ত হচ্ছে সন্দেশখালি। তাই সন্দেশখালি (Sandeshkhali) ইস্যু জিইয়ে রাখার জন্য, রাজ্য প্রশাসনকে বদনাম করার জন্য সিবিআই এখন অস্ত্রভাণ্ডারের নামে এনএসজিকে নিয়ে এসে নাটক করছে। এখনও পর্যন্ত কোনও অস্ত্রই দেখা গেল না। কিন্তু বলা হচ্ছে, অস্ত্রভাণ্ডার মিলেছে। ওখানে অস্ত্রভাণ্ডার ছিল, নাকি সরকার ও প্রশাসনকে বদনাম করতে কেউ ওখানে কিছু রেখে গেছে, সবটাই তদন্তের বিষয়। সবটাই ওয়েল ডিজাইনড ক্যাম্পেন কিনা বলা কঠিন। এই ভাষাতেই শুক্রবার সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। এদিন ঘটনার কিছুক্ষণ পরই দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কোথায় অস্ত্রভাণ্ডার? কোথায় বিস্ফোরক? কয়েকটি সূত্র বলছে, কিছু কিছু পাওয়া গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কী কী পাওয়া গিয়েছে, কিছুই সামনে আসেনি। কোনও অস্ত্রই দেখা যায়নি। অথচ এনএসজি নিয়ে এসে নাটক চলছে সন্দেশখালিতে। ওখানে অস্ত্রভাণ্ডার ছিল, না বদনাম করার জন্য পরে কেউ অস্ত্র রেখে গিয়েছে তা বলা কঠিন। এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যতক্ষণ না পরিষ্কার করে কিছু বলছে ততক্ষণ এই নিয়ে কিছু বলা সম্ভব নয়। এর আগে আরও একটি কেন্দ্রীয় এজেন্সি একজনের বাড়ি তল্লাশি করে গিয়েছে। সেদিন তো এসব কিছুই শোনা যায়নি। তাহলে আজকে হঠাৎ অস্ত্রভাণ্ডারের কথা শোনা যাচ্ছে কীভাবে? সবটাই ওয়েল ডিজাইনড ক্যাম্পেনের জন্যই কি এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। কী অস্ত্র পাওয়া গিয়েছে, কোথা থেকে ও কীভাবে তা উদ্ধার হল, এই নিয়ে সিবিআই আগে কিছু বলুক, তারপর দল এর উত্তর দেবে।
আরও পড়ুন- বীরভূমের বিজেপির প্রার্থিপদ বাতিল হল