“যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমরা তোমায় ছাড়ব না।“ পিংলার সভায় দাঁড়িয়ে রাজনীতিবিদ দেবের ভূয়সী প্রশংসা করে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, পিংলায় ঘাটালের লোকসভা প্রার্থী দীপক অধিকারীর (Dev) হয়ে প্রচারে যান তৃণমূল সুপ্রিমো। আর সেখানেই মঞ্চ থেকে রাজনীতিবিদ হিসেবে দেবের পরিণত হওয়ার বিষয়টি তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কয়েকমাস আগেই যে দেব রাজনীতি থেকে সরে যেতে চেয়েছিলেন সেই বিষয়টি মনে করান তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “দেব অনেক কাজ করে। বন্যার সময় এখানে ও নিজে এসে কাজ করেছে, নিজে হাতে রান্না করে খাইয়েছে। ও আজ ভাল বলেছে। দেব আমার প্রিয় প্রার্থী। আমি দেখছি ও একজন ভালো রাজনীতিবিদ হয়ে উঠছে।“
আরও পড়ুন- ভোটের দিনই এনএসজি এনে নাটক সন্দেশখালিতে
উপস্থিত জনতাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “আমাদের প্রার্থী দেবকে (Dev) আপনাদের পছন্দ?“ এরপরেই তৃণমূল সভানেত্রী জানান, “মনে রাখবেন এবার দেব বলেছিল, আমার অনেক কাজ আছে, আমাকে ছেড়ে দাও। আমি বললাম তোমায় ছাড়ব না। যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমরা তোমায় ছাড়ব না। সুতরাং দেবকে এখানে দাঁড় করিয়েছি। দেব বাংলার অনেক কেন্দ্র গিয়েও আমাদের প্রচার করেছে।“ তিনি বলেন, শুধু ভোটের সময়ই নয়। সারাবছরই ঘাটালের মানুষের পাশে থেকে কাজ করেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, “শুধু ভোটের সময় নয়, আমি ওকে দেখেছি ঘাটালের বন্যার সময়ও মানুষকে রান্নাবান্না করে খাওয়াতে। কোভিডের সময়ও ভাল সার্ভিস দিয়েছে দেব। তাই দেব ও জুন জিতলে আমি উপহার দেব ঘাটাল মাস্টারপ্ল্যান।“ দলীয় প্রার্থীতে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তৃণমূল সুপ্রিমোর আবেদন, “আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দেবকে দেবেন।“