প্রতিবেদন: মেঘালয় হাইকোর্টের একটি নির্দেশ অপ্রয়োজনীয়ভাবে চ্যালেঞ্জ করার জন্য কেন্দ্রীয় সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের একটি রায় বহাল রেখে মেঘালয় হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আপিলের শুনানি হয় সুপ্রিম কোর্টের এই বেঞ্চে।
বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ বলেছে, বিশেষ লিভ পিটিশনের মাধ্যমে উল্লিখিত আদেশকে চ্যালেঞ্জ করার কোনও সুযোগ বা যৌক্তিকতা ছিল না কেন্দ্রের। বর্তমান পিটিশন আইনের নিছক অপব্যবহার করেছে কেন্দ্রীয় সরকার। ভবিষ্যতে এই ধরনের অসার আবেদন না করার জন্য আবেদনকারীদের সতর্ক করা হচ্ছে। ৫ লক্ষ টাকা দুই মাসের মধ্যে সশস্ত্র বাহিনী যুদ্ধে নিহতদের কল্যাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।