প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। করোনাকালে গত বছর বাঙালির প্রিয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা শেষ পর্যন্ত বাতিল হয়ে যাওয়ায় আশাভঙ্গ হয় বইপ্রেমীদের। এবারও আদৌ হবে কি না তা নিয়েও ছিল দোলাচল। ফের স্বমহিমায় ফিরছে বইমেলা নতুন বছরের শুরুতে।
আরও পড়ুন-Paddy cultivation: ধানের সহায়ক মূল্য বাড়াল সরকার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেন ২০২২-এর বইমেলা শুরু হবে ৩১ জানুয়ারি। তাঁর ওই ঘোষণার পরই উৎসাহ-উদ্দীপনায় নড়েচড়ে বসতে শুরু করেন বইপাড়ার প্রকাশকরা। পাশাপাশি খবর জানার পর থেকেই উচ্ছ্বসিত বইপ্রেমী জনতা।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষে জানানো হল, ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী বছর বইমেলা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা বসবে সেন্ট্রাল পার্ক মেলার মাঠে। এবার থিম কান্ট্রি বাংলাদেশ। যথার্থ কোভিড বিধি ও সরকারি নির্দেশিকা মেনেই মেলা আয়োজনের ব্যবস্থা হবে।
‘নো মাস্ক নো এন্ট্রি’র বেড়া তো থাকছেই, ভ্যাকসিনেশনের দুটো ডোজ সম্পূর্ণ করার নথিও পরীক্ষা করে দেখা হবে। থাকছে স্যানিটেশনের ব্যবস্থা। মেলায় উদযাপন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সত্যজিৎ রায় প্রমুখের জন্মশতবর্ষ-সহ নেতাজি সুভাষচন্দ্রর ১২৫ ও স্বাধীনতার ৭৫ বর্ষ স্মরণ। এবার স্টলগুলােকে খোলামেলা রাখার পরিকল্পনা করেছে গিল্ড। এজন্য স্টল কমবে।